freatured banner

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

logo

News Portal

নভেম্বর ২৭, ২০২৫, ০৬:৩৬

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরের ইটাখোলা স্টেশন এলাকায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকাগামী ট্রেনটি মাধবপুর উপজেলার ইটাখোলায় পৌঁছানোর পরই হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়।

freatured banner


শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে জানান, প্রায় এক হাজার যাত্রী নিয়ে কালনী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার মতো অবস্থায় দাঁড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ইতোমধ্যে রওনা দিয়েছে।


তিনি আরও বলেন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ থাকলেও এখনো কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা যায়নি। দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিন মেরামত বা পরিবর্তন করে চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সারাদেশ

সর্বশেষ সংবাদ