freatured banner

কনসার্ট নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান আতিফ আসলামের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৭, ২০২৫, ০৭:০২

কনসার্ট নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান আতিফ আসলামের
আতিফ আসলাম

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম তারুণ্যের বাঁধভাঙা উচ্ছ্বাস আর সুরের মূর্ছানার স্রোতে শ্রোতাদের ডুবিয়ে দিতে আবারও ঢাকায় আসছেন। আগামী ১৩ ডিসেম্বর ‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামের কনসার্টে ঢাকা মাতাবেন এ সংগীতশিল্পী। তরুণ প্রজন্মের ইতিবাচক শক্তিকে জাগ্রত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।


ঢাকার ১০০ ফুট ও ৩০০ ফুট সড়কের মধ্যবর্তী একটি আধুনিক, বিস্তৃত ও নিরাপদ আউটডোর কনসার্ট অ্যারিনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আতিফ ভক্তদের জন্য সব মাধ্যমেই সেখানে যাতায়াতের ব্যবস্থা থাকবে। সম্প্রতি আতিফ আসলামের এ কনসার্ট নিয়ে গণমাধ্যমে নানারকম বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

freatured banner


শিল্পী আসছে না, ভেন্যুও চূড়ান্ত হয়নি— এমন গুজবে বিপাকে পড়েন আয়োজকরা। তবে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত কারণে ভেন্যুর সঠিক নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না। সে কারণে এ সুযোগটিকেই কাজে লাগিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


তবে তারা জানিয়েছেন, ভেন্যু সংক্রান্ত সব প্রস্তুতি, প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দর্শক, শিল্পী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সব ব্যবস্থা করা হচ্ছে।


সব বিভ্রান্তি ও গুজবে ইতি টেনে স্বয়ং আতিফ আসলাম নিজেই আয়োজকদের পাশে দাঁড়িয়েছেন। বুধবার সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কনসার্টের পোস্টার শেয়ার করে এ সংগীতশিল্পী আবারও ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন। শুধু এই কনসার্টটিতে অংশ নিতেই তিনি ঢাকায় আসছেন আতিফের এমন ঘোষণায় ভক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।


এ বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকের মুখপাত্র রিসালাত বলেন, ইভেন্টটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, নিরাপদ ও স্বচ্ছভাবে আয়োজন করতে আমরা সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে নিয়মমাফিক কাজ করছি। প্রতিটি প্রয়োজনীয় ধাপ অনুসরণ করে অনুষ্ঠানটি এগিয়ে নেওয়া হচ্ছে।


তিনি বলেন, তরুণদের এই ইতিবাচক সামাজিক উদ্যোগে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। আমরা সবাইকে অনুরোধ জানাই— যেন তারা কোনো ধরনের গুজব ও বিভ্রান্তিতে কান না দেন।


google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিনোদন

সর্বশেষ সংবাদ